• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আলো ছড়ালো আর্সেনাল, আধাঘণ্টাও শীর্ষে থাকতে পারলো না ম্যানসিটি

প্রকাশিত: ১৭:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আলো ছড়ালো আর্সেনাল, আধাঘণ্টাও শীর্ষে থাকতে পারলো না ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারানোর আধা ঘণ্টা পর মাঠে নেমে আর্সেনাল আক্রমণাত্মক ফুটবলে আলো ছড়ালো। শনিবার ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের চূড়ায় উঠলো মিকেল আর্তেতার দল।

এমিরটস স্টেডিয়ামে চাপ ধরে রেখে চতুর্দশ মিনিটে ব্রাইটনের জালে বল পাঠায় আর্সেনাল। সাকার পাস ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মার্তিন ওদেগার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। 

ডেক্লান রাইসের কর্নারে বল হেডে নিজেদের জালে জড়ান জর্জে। ৬৪ মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ পায় ব্রাইটন। ইয়াসিন আইয়ারির শট দূরের পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি বল ধরে জোরাল শটে ব্যবধান কমান দিয়েগো গোমেস। লড়াইয়ে নতুন নাটকীয়তা ফেরাতে এরপর তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি ব্রাইটন। 

১৮ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এই রাউন্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা তিনে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল একই ব্যবধানে উলভারহ্যাম্পটনকে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে। ২৯ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান পাঁচে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2