• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নতুন চুক্তি নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন হেরাথ

প্রকাশিত: ১৩:১৭, ৯ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৩:১৮, ৯ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
নতুন চুক্তি নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন হেরাথ

ছবি: ফাইল

টি-২০ বিশ্বকাপের পরে ছুটিতে গিয়েছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। ওই ছুটি কাটিয়ে রাসেল ডমিঙ্গো-ওটিস গিবসনরা ফিরলেও পাকিস্তান সিরিজে আসেননি স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

নতুন চুক্তি নিয়ে দলের সংগে নিউজিল্যান্ড সিরিজে যোগ দিচ্ছেন লংকান কিংবদন্তি স্পিনার। তাঁর সংগে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন হেরাথ।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বার্তায় নিশ্চিত করেছে। এর আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। টি-২০ বিশ্বকাপেও দলের সংগে কাজ করতে দেখা যায় ৪৩৩ টেস্ট উইকেট নেওয়া এই কিংবদন্তিকে।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2