• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

শিখতে পছন্দ করেন তমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ১৫ জুলাই ২০২২

আপডেট: ০৭:৫৪, ১৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শিখতে পছন্দ করেন তমা

নিশাত তাসনিম তমা

অল্প সময়ে ছোট পর্দার দর্শকদের মন জয় করে নিয়েছেন নিশাত তাসনিম তমা। আগামী মাসে বিটিভিতে আসছে তার ‘ডালিম কুমার’ সিরিয়াল। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়ালেখা করা তমার ক্যারিয়ার শুরু গানের মাধ্যমে। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ে এখন নিয়মিত হলেও বাংলাদেশ টেলিভিশনে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গাওয়া গান গেয়েও প্রশংসা কুড়িয়েছেন। এবারের ঈদে পাঁচটি নাটকে অভিনয় করেছেন তিনি। যার প্রায় সবগুলোর মূল মেসেজ ছিল সামাজিক প্রতিবন্ধকতা দূর করা। ‘হিরামন’ গল্প অবলম্বনে ‘ডালিম কুমার’ নাটকের ‘রাজকুমারী সেলিনার’ চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি বাংলাভিশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিশাত তাসনিম তমা জানিয়েছেন তার কিছু না বলা কথা।

বিভি: ছোটবেলার ঈদের সঙ্গে এখনকার ঈদের পার্থক্য কেমন?

নিশাত তাসনিম তমা: ছোটবেলার ঈদের আনন্দ ছিল পরিবারের সঙ্গে থাকা। তখন নতুন জামা-কাপড়, সালামি এসবগুলো নিয়ে অন্যরকম এক্সসাইটম্যান্ট কাজ করতো। যেমন ঈদের আগে নতুন জামা অন্য কেউ দেখলেই ধরে নেওয়া হতো ঈদ শেষ, এমন চিন্তা থেকে ছোটবেলায় আমি কাউকে আমার ঈদের নতুন জমা আগে কাউকে দেখাতাম না। ঈদের প্রধান আকর্ষণগুলো একটি হলো বড় ভাইয়ার কাছে থেকে সালামি নেওয়া। এটাকে আমি রেওয়াজ বানিয়ে নিয়েছি। এখন আমি ছোটদের সালামি দেই, আগের সেই অনুভূতি নেওয়ার চেষ্টা করি। 

বিভি: এবারের ঈদে আপনার কয়টি নাটক মুক্তি পেয়েছে? 
নিশাত তাসনিম তমা: এবারের ঈদের আমার পাঁচটি নাটক মুক্তি পেয়েছে। একটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে সাত পর্বের নাটক ‘ব্যাল্যান্স’, মারুফ হোসেন সজিবের ‘মেঘলা’; তাওফিকুল ইসলামের ‘কিচির মিচির’;  এছাড়া অনন্য ইমনের ‘নিজস্ব প্রতিবেদন’ ও ‘আজ কিছু হবে’।  

বিভি: নাটকে ভালো গল্পের অভাব রয়েছে মনে করেন অনেকে, আপনিও কি তাই মনে করেন?

নিশাত তাসনিম তমা: নাটকে ভালো গল্পের অভাব রয়েছে এমনটি নয়; আবার কিছুটা হচ্ছে দর্শকের মানসিকতার পরিবর্তন হয়েছে। আমরা আসলে গল্পের গুনগত মান বজায়ের সঙ্গে দর্শকের চাহিদার যোগসূত্র বজায় রাখার চেষ্টা করছি। যতটুকু সম্ভব হয় আমরা সেটাই করার চেষ্টা করে যাচ্ছি। দর্শকের যেসব চাহিদা রয়েছে সেই অভাবগুলো নাটকের গল্পে পুরণ করার চেষ্টা আমাদের সময় আছে।  

বিভি: কোন চরিত্রে অভিনয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
নিশাত তাসনিম তমা: একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় শিখতে পছন্দ করি। বিশেষ কোনো চরিত্রে আমি নিজেকে শতভাগ মার্ক দিবো না। সব ধরনের চরিত্রে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।  

বিভি: নাটকে আপনার পছন্দের অভিনেতা কে? 
নিশাত তাসনিম তমা: নাটকে আমার পছন্দের অভিনেতা অপূর্ব ভাই। তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি। তার কাছ থেকে আমি প্রতিনিয়ত কাজ শিখছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার অনেক ভালো। আমি চাই তার সঙ্গে আমার আরও কাজ হোক।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2