• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা এবার যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত: ২২:২০, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা এবার যোগ দিলেন জামায়াতে

এক সময় ইউপি সদস্য ছিলেন আব্দুর রহিম। খাসি দিয়ে ভুরিভোজের আয়োজন করে কর্মীদের নিয়ে যোগও দিয়েছিলেন আওয়ামী লীগে। এবার ঢাকঢোল পিটিয়ে গলায় ফুলের মালা দিয়ে অনুসারীদের নিয়ে যোগ দিয়েছেন জামায়াতে। ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা জামায়াতে নব যোগদানকারীদের বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

গত বুধবার বিকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে তারা জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহাসচিব মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। 

এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ গণমাধ্যমকে বলেন, ৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2