• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

অনলাইনে ঝড় তুলেছে ‘হায় রে ১২ মাস’!

প্রকাশিত: ১৭:১০, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অনলাইনে ঝড় তুলেছে ‘হায় রে ১২ মাস’!

হায় রে ১২ মাস, প্রেমের সর্বনাশ- এই শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে অন্তর্জালে। আর গানটি প্রকাশের পরই ঝড় উঠেছে দর্শক মনে। প্রশংসায় ভাসছে রিয়া সরকারের গাওয়া এই গানটি। 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ভারতের সত্য মিউজিক। গানের কোরিওগ্রাফি করেছেন রহুল আমিন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।

নাজমুল ইভান বলেন, গানটির দর্শকরা ভালোভাবে নিয়েছে এটাই বড় প্রাপ্তি। বড় একটি আয়োজনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ভারতের গায়িকা রিয়া সরকারের কণ্ঠে গানটি শুনতেও বেশ চমৎকার লাগছে।

হায় রে ১২ মাস গানে মডেল হয়েছেন ওমি ও রহুল আমিন। বিশেষ একটি ভূমিকায় হাজির হয়েছেন শিবা শানু। 

বিভি / জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2