• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 

তাৎক্ষণিক আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়াতে থাকায় পর্যাক্রমে ইউনিট আরো বাড়ানো হয়। এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। তবে আশপাশে পুকুর না থাকায় এবং পানির পর্যপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

কৃষি মার্কেটে তিনশ'-এর বেশি দোকান রয়েছে। এখনও আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

বিভি/রিসি

মন্তব্য করুন: