কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, র্যাব,পুলিশ ও বিজিবি
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করতে তাদের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা সেখানে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে ভোর রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তাৎক্ষণিক আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়াতে থাকায় পর্যাক্রমে ইউনিট আরো বাড়ানো হয়। এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। তবে আশপাশে পুকুর না থাকায় এবং পানির পর্যপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনও টিনশেডের অনেকাংশে আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পর পর এসি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
কৃষি মার্কেটে তিনশ'-এর বেশি দোকান রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
বিভি/রিসি
মন্তব্য করুন: