ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল সন্তান
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, জোসনা বেগম কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাসটিলা গ্রামের মৃত মছদ্দর আলীর মেয়ে ও সুনামগঞ্জের ছাতক উপজেলার চৈলা গ্রামের মামুনুর রশিদের স্ত্রী।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. কবির আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম নামের নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা আবিদুর রশীদ নামের ছয় বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: