• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডাল পড়ে চালক নিহত

প্রকাশিত: ২১:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডাল পড়ে চালক নিহত

খাগড়াছড়ির গুইমারার কালাপানি এলাকায় চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ জামাল হোসেন (৪৭)। সে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির বাসিন্দা। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, বিকাল পৌনে ৩টার দিকে মোহাম্মদ জালাল হোসেন দুই যাত্রী নিয়ে জালিয়াপাড়া থেকে মানিকছড়ি যাচ্ছিল। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি ও হলাকা বাতাস হচ্ছিল। কালাপানি এলাকায় পৌঁছালে গাছের একটা ডাল ভেঙ্গে পড়লে মোহাম্মদ জালাল হোসেন গুরতর আহত হয়। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যায় চট্টগ্রামের হাট হাজারী পৌঁছালে মারা যায়।

বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, চালক মারা গেলেও মোটরসাইকেলের দুই যাত্রী অক্ষত রয়েছেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: