• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন মা-মেয়ে, ডাল ভেঙে পড়ে নিভে গেল প্রাণ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন মা-মেয়ে, ডাল ভেঙে পড়ে নিভে গেল প্রাণ

প্রতীকী ছবি

রংপুরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গঙাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১।)  

কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।

পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কৃষ্ণা রানী, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৬) ও বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুত্বর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

ওসি রবিউল ইসলাম আরও বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: