এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না মহাসিন ফকিরের

ঝালকাঠির রাজাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মহাসিন ফকির (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও রাজাপুরের ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে।
এ সময় রাজাপুরের মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার নাসির উদ্দীন (২৬) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে মোটরসাইকেল চালিয়ে দুদিক থেকে আসছিলো মহাসিন ও নাসির। এসময় উভয় নিয়ন্ত্রণ হারালে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিভি/টিটি
মন্তব্য করুন: