• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না মহাসিন ফকিরের

প্রকাশিত: ০৮:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না মহাসিন ফকিরের

ঝালকাঠির রাজাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মহাসিন ফকির (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও রাজাপুরের ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে।

এ সময় রাজাপুরের মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার নাসির উদ্দীন (২৬) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে মোটরসাইকেল চালিয়ে দুদিক থেকে আসছিলো মহাসিন ও নাসির। এসময় উভয় নিয়ন্ত্রণ হারালে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিভি/টিটি

মন্তব্য করুন: