• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আড়াইহাজারে বাসায় বিস্ফোরণ: স্ত্রীর পর চলে গেলেন সোহানও

প্রকাশিত: ০৮:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আড়াইহাজারে বাসায় বিস্ফোরণ: স্ত্রীর পর চলে গেলেন সোহানও

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর মারা গেলেন গার্মেন্টস কর্মী সোহান তালুকদার (৪০)। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এইচডিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ঘটনায় এ নিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও এক জন।

সোহান তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়া কানিজ খাদিজা নিপা (৩৯) শনিবার সকালে মারা যান। দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে ভর্তি আছেন হাসিনা মমতাজ। তার অবস্থাও খুবই আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান এবং তার স্ত্রী চায়না। তাদের পাশের বাসায় থাকেন নিপা। ঘটনার দিন রাত ১২টার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তার স্ত্রী চায়না গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকেন গার্মেন্টস কর্মী নিপা। কয়েকদিন আগে নিপার মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আগুনে তারা ৪ জনই দগ্ধ হয়েছেন। গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ বলে ধারণা তাদের।

বিভি/টিটি

মন্তব্য করুন: