গুইমারায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

খাগড়াছড়ি গুইমারায় তৈমাতাই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা দুই সহোদর ভাই ও বোন। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গুইমারা ইউনিয়নে ক্যামরুন পাড়া এলাকায় এ মর্মান্তি ঘটনা ঘটে।
নিহত দুই শিশুরা হলো গুইমারা ইউপির ৯নং ওয়ার্ড ক্যামরুম পাড়ার নজ মোহন ত্রিপুরার মেয়ে অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও ছেলে চনে রঞ্জণ ত্রিপুরা (৫)।
নজ মোহন ত্রিপুরা জানায়, প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সারাদিন কাজে ব্যস্ত ছিল। বাসায় এসে বাচ্চাদের দেখতে পায়নি। খোঁজাখুঁজি করে না পেয়ে তৈমাতাই খালে গোসল করতে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পায়। আরেকটু সামনে গিয়ে ছেলেকেও খালে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে, স্থানীয়দের সাহায্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: