• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

শেষ রাতে দুই ঘণ্টা আগুনে পুড়লো টেক্সটাইল মিলের গোডাউন

বাসস

প্রকাশিত: ১১:১১, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
শেষ রাতে দুই ঘণ্টা আগুনে পুড়লো টেক্সটাইল মিলের গোডাউন

গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রায় দুই ঘণ্টা আগুনে পুড়েছে গোডাউনটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম  বলেন, সোমবার ভোর রাত সাড়ে ৩টার সময় গাজীপুর মহানগরীর গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৪০ মিনিটে। প্রায় দুই ঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2