• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২৭, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ (২০) ও তার বন্ধু ওই একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাওয়ার কথা ছিলো। মোটরসাইকেলটি কামালপুর এলাকায় গেলে একটি ধানবাহী অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরে। এতে গুরুতর আহত অবস্থায় সোহাগকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে আহত সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জী জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: