সিংড়া পৌরসভার গ্যারেজে আগুন, পুড়ে ছাই ১৪ গাড়ি
সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়লো মেয়রের গাড়ি

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে দুটি অ্যাম্বুলেন্স, মেয়রের গাড়ি ও একটি প্রকল্পের ১১টি অটো গাড়ি।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানিয়েছেন সিংড়া পৌরসভা কার্যালয় সংলগ্ন গ্যারেজে আগুন লাগে।
এসময় নৈশ প্রহরির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার স্টেশনে খবর দেয়। আগুন নেভাতে গিয়ে আহত হন নৈশ প্রহরি। তাকে উদ্ধার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের আগুন নেভালেও পুড়ে যায় ১৪টি গাড়ি।
বিভি/রিসি
মন্তব্য করুন: