চট্টগ্রামে দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাটে দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনই একটি ডাম্প ট্রাকের চালক ও সহকারী।
সোমবার (৪ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে নাজিরহাটের নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক মো. রুবেল এবং তার সহকারী মো.আলমগীর। এই ঘটনায় আহত হন অন্য ট্রাকের চালক নূর মিয়া।
নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় বিপরীতমুখী দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি খাগড়াছড়িমুখী ও অন্যটি চট্টগ্রাম শহরমুখী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই খাগড়াছড়িমুখী ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। দুটি ট্রাকই জব্দ করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: