• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাসপাতালের লিফটে রোগী মৃত্যু: স্বাস্থ্য অধিদফতরের বিবৃতি

প্রকাশিত: ২১:১৮, ১২ মে ২০২৪

আপডেট: ২১:১৮, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
হাসপাতালের লিফটে রোগী মৃত্যু: স্বাস্থ্য অধিদফতরের বিবৃতি

ছবি: ফাইল ফটো

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে রবিবার (১২ মে) ৪৫ মিনিট আটকে রোগী মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিবৃতিতে মৃতের স্বজনদের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪৫ মিনিট নয়, সর্বোচ্চ ১৫ মিনিট আটকে ছিলো রোগীটি। ওই রোগী হৃদরোগ আক্রান্ত ছিলেন। তাই মারা গেছেন। লিফটে কোনো সমস্যা ছিলো না। লিফট নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। মারা যাওয়া রোগীসহ অন্যরা দরজায় লাথি দেওয়ায় দরজাটি আটকে গিয়েছিলো।

রবিবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। লিফটের ভেতরে আটকে পড়ার পর লিফটম্যানদের ফোন দিলে উদ্ধার না করে দুর্ব্যবহার করার কথাও জানায় স্বজনরা। পরে ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। 

মৃত ব্যক্তি গাজীপুরের কাপাসিয়া উপজেলা রানীগঞ্জ বাড়িগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী ৫৩ বছর বয়সী মমতাজ বেগম। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2