• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নরসিংদীতে রেললাইনের পাশে পড়ে থাকা ৫ অজ্ঞাত মরদেহের দাফন

প্রকাশিত: ১৮:৪২, ৯ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
নরসিংদীতে রেললাইনের পাশে পড়ে থাকা ৫ অজ্ঞাত মরদেহের দাফন

ছবি: নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থান

নরসিংদীর রায়পুরায় রেল লাইনে কাটা পড়া ৫ জনের মরদেহের পরিচয় শণাক্ত করা যায়নি। পরিচয় পাওয়া না গেলেও মঙ্গলবার (৯ জুলাই) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। বেলা ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লা। 

মো. শহিদুল্লা বলেন, গতরাত ১০ টা থেকে ১২ টার মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় নরসিংদী সদর হাসপাতালের মর্গে। এরপর মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হলে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়াতে থাকে। বাধ্য হয়েই পরবর্তীতে সেগুলো স্টেশন নিকটস্থ বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়। তবে তাদের পরনের কাপড়, মুখের লালা এবং দাত সংগ্রহে রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।

এর আগে, গতকাল সোমবার সকাল সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে উপজেলার খাকচক এলাকায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ৫ জনের মৃত্যু হয় বলে ধারনা পুলিশের। জানা যায়, সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। এরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে, রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে নাকি অন্য কেউ মেরে মরদেহ রেল লাইনে ফেলে রাখার পর মরদেহ কাটা পড়েছে  তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে, দুপুর ১২টা নাগাদ পিবিআই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলে তারাও মরদেহের পরিচয় বের করতে পারেনি। ৫ মরদেহের কারও ফিঙারের সাথেই কোনো জাতীয় পরিচয়পত্র মিলেনি। 

প্রসঙ্গত, ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিহতদের কোনো পরিচয় না পাওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনাটি ঘিরে। অনেকেই ধারণা করছেন তারা ৫ জন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কিংবা মাদকাশক্ত হয়ে রেললাইনে পড়ে ছিলো, তারপর তাদের উপর ট্রেন গিয়ে ছিন্নভিন্ন করে দেয়। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ পরিদর্শক ( এসআই)  মো.  জমির বলেন, ৫ মরদেহের কারও আঙুলের ছাপের সাথে কোনো আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ধরনের মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে৷ এছাড়া তাদের বয়স নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছেনা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2