• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনা, বাবা-ছেলেসহ তিনজন নিহত

প্রকাশিত: ১১:২২, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনা, বাবা-ছেলেসহ তিনজন নিহত

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষের তিনজন নিহত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর। 

পুলিশ জানায়, ভোরে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাবার পথে বঙ্গবন্ধু সেতুতে পৌঁছে ওভারটেকিং করতে গিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই য়িহত হন। আহত অন্তত দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: