• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ২৩ মে ২০২২

ফন্ট সাইজ
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত

ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদিতে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর যশোর ঘাঁটির সার্জেন্ট মো. আবুল বাশার নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ধুলদী বাজার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। তিনি যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত একটি কাভার্ডভ্যান থেকে বিমান বাহিনীর সার্জেন্টের লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চলছিলো এবং চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলো বলে ধারনা করা হচ্ছে। হয় তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট ঘটনাস্থলেই নিহত হন। চালক পালিয়ে গেছেন।
 

বিভি/এইচএ/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2