• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজীপুরের কালিয়াকৈরে নূর গ্রুপে আবারও আগুন, আহত ১০

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ২৩ মে ২০২২

ফন্ট সাইজ
গাজীপুরের কালিয়াকৈরে নূর গ্রুপে আবারও আগুন, আহত ১০

গাজীপুরের কালিয়াকৈরে সপ্তাহ না যেতেই আবারও নূর গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে নূর গ্রুপের রায়ান টেক্সটাইল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানায়, সোমবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নূর গ্রুপে রায়ান টেক্সটাইল লিমিটেড এর চতুর্থ তলার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চতুর্থ তলার ফেব্রিক্স এর পুরো গুদামে  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আহত শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর আগে ১৮ মে একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিভি/এমএমএফ/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2