• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ৪ পথচারী নিহত

প্রকাশিত: ১০:২৫, ৩০ জুন ২০২২

আপডেট: ১২:০২, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ৪ পথচারী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যান চাপায় ৪ পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া, নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম,  মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া এবং একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া।

বৃহস্পতিবার ( ৩০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মাহমুদাবাদ বাজার মেশিনঘর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার পথচারী নিহত হন।

এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2