• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে রুবায়েত ইসলাম (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাপ্তাই হ্রদের সদর উপজেলাধীন দারোগার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে বিকাল সাড়ে ৫টার পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছে, দুপুরে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরতে বের হন চট্টগ্রাম থেকে বেড়াতে আসা চার বন্ধু। পরে দুপুর আড়াইটার দিকে হ্রদে গোসল করতে নেমে তলিয়ে যান রুবায়েত ইসলাম। তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার বাসিন্দা বলে জানা গেছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান ওই যুবক। পরে আমরা বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2