• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাকের ধাক্কায় নিহত ছেলে, পা ভেঙ্গে হাসপাতালে পিতা

প্রকাশিত: ১৮:৫২, ১৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ট্রাকের ধাক্কায় নিহত ছেলে, পা ভেঙ্গে হাসপাতালে পিতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার পিতা জহির উদ্দিন (৫৮)।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে চার টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে। ও আহত ব্যক্তি তার পিতা জহির উদ্দিন।

মুসলিমপুর গ্রামের ফাহিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জমিতে কাজ করে বাইসাইকেল করে বাড়িতে যাচ্ছিলেন বাবা জহিন উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে আব্দুল আলিম। আর আহত পিতা জহির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙ্গে গেছে বলে আমরা জানতে পেরেছি।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্রজিৎ বরমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রাক চালককে আটক করা হয়েছে। আর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: