• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফরিদপুরে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৯:৩৭, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ফরিদপুরে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইল্লারমোড় নামক এলাকায় বাসের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন ইজিবাইকের দুইজন যাত্রী। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়। নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের মো. আজগরের ছেলে ইসমাইল (৩)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ঢাকা-খুলনা চলাচলরত সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ইজিবাইকের সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকে থাকা দুইজন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরো কয়েকজন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: