• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাথী ফসলে বাড়তি আয় নাটোরের কৃষকদের

প্রকাশিত: ১২:০৮, ১৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সাথী ফসলে বাড়তি আয় নাটোরের কৃষকদের

রসুনের সাথে তরমুজ, বাঙ্গী, কুমড়া ও ক্ষীরা চাষে বাড়তি আয় করছে নাটোরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। রসুনের লাভ ছাড়াও বাড়তি ফসলে বিঘা প্রতি লাভ হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। আগ্রহ বাড়ছে কৃষকদের। তবে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। 

দেশের মোট রসুন উৎপাদনের প্রায় ৩০ শতাংশই উৎপাদন হয় চলনিবল অধ্যুষিত নাটোরে। 

বন্যার পানি নেমে যাওয়ার পর কোনো রকম জমি তৈরি ছাড়াই কাদাতে রসুন বনে কৃষক। সাথে চাষ হয় তরমুজ, বাঙ্গী, কুমড়া, বিলাতি খিরা। সার কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশিতে কৃষকদের হতাশা থাকলেও ভাল দাম পাওয়ার আশা তাদের।

তবে, রসুনের সাথে সাথী ফসল চাষে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা। 

এবছর জেলায় রসুন চাষ হয়েছ ১৮ হাজার পাঁচ হেক্টর জমিতে। গতবছর যা ছিলো ১৬ হাজার ৭৪৫ হেক্টর।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2