• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কম খরচে বেশি লাভ, কৃষকের আগ্রহ বাড়ছে সূর্যমুখী চাষে  

প্রকাশিত: ১৩:১৫, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
কম খরচে বেশি লাভ, কৃষকের আগ্রহ বাড়ছে সূর্যমুখী চাষে  

সূর্যমুখী তেলের চাহিদা থাকায় রাজবাড়িতে বেড়েছে এ ফুলের চাষ। কম খরচে বেশি লাভের আশায় আগ্রহ বেড়েছে কৃষকের। ফলনও হয়েছে ভালো। সার্বিক সহযোগিতা ও প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। 

হলুদ সুর্যমুখি ফুল আভা ছড়াচ্ছে চারদিক। পুষ্টিগুণে ভরপুর তেলবীজের চাষ বেড়েছে রাজবাড়ীতে। এবছর জেলায় একশ ২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ২২ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে দাম পাওয়া নিয়ে শংকায় চাষিরা।

কৃষকদের প্রণোদনা ও পরামর্শে জেলায় সূর্যমুখী ফুল চাষ বাড়ছে বলে মনে করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক। 

বিশ্বের বিভিন্ন দেশে তেলবীজ হিসেবে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। বাংলাদেশে এর চাষ শুরু হয় ১৯৭৫ সালে। সূর্যমুখীর প্রতিমন বীজে তেল উৎপাদন হয় ১৮ থেকে ২০ লিটার। হৃদরোগের জন্য উপকারী হওয়ার বাজারে এ তেলের চাহিদা রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2