• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আগামীকাল থেকে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু 

প্রকাশিত: ১৭:২০, ৩১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আগামীকাল থেকে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদ-নদীতে আগামীকাল বুধবার থেকে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। পহেলা জানুয়ারি (বুধবার) থেকে আগামী ফেব্রুয়ারি মাস ব্যাপী মোট দুই মাস প্রজনন মৌসুম বলবৎ থাকবে। এসময় নদ-নদীতে সকল প্রকার কাঁকড়া আহরণ বন্ধ থাকবে। তবে, এসময় মাছ ধরার অনুমতি অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট বনবিভাগ। 

বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার (এসও) মোঃ জিয়াউর রহমান জানান, সুন্দরবনে নদ-নদীতে কাঁকড়া প্রজনন বৃদ্ধি করার জন্য সরকারের পক্ষ থেকে দুই মাস ব্যপী কাঁকড়া আহরণ বন্ধ থাকবে। সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন নদ-নদীতে শীলা প্রজাতির কাঁকড়া বেশি পাওয়া যায়। সাগর হতে ঝাঁকে ঝাঁকে কাঁকড়া নদীতে উঠে আসে এবং ডিম পাড়ে। কাঁকড়া প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে টহল জোরদার করা হবে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, কাঁকড়া বৈদেশিক মুদ্রার্জনের অন্যতম হাতিয়ার। কাঁকড়া প্রজনন বৃদ্ধি করার জন্য বনবিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদের প্রজননের এই সময়ে কাঁকড়া আহরণ না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
  
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2