এবার উত্তরাঞ্চলে ১০ হাজার কোটি টাকার চাল উৎপাদনের আশা
 
								ফাইল ছবি
উত্তরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ এবার ভরে উঠেছে আমন ধানে। রোদ আর সময় মতো বৃষ্টি হওয়ার কারণে কৃষকের মুখে এখন স্বস্তির হাসি। সব ঠিক থাকলে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের।
দৃষ্টিসীমা ছাড়িয়ে গেছে উত্তরে আমনের গাড় সবুজ পাতার কার্পেট। পূবিয়া বাতাসে এলোমেলো সবুজ পাতা কৃষকের মনে দোলা দিচ্ছে।
কৃষকরা জানালেন, আবহাওয়া ঠিক থাকলে ধানের বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা।
সংশ্লিষ্টদের আশা, কৃষি অঞ্চলের পাঁচ জেলায় যে ৬ লাখ ২১ হাজার জমিতে আমন অর্জন হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন হবে তার দুইগুণ।
আমন মৌসুমে এমন সম্ভাবনা কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা।
বিভি/এসজি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: