• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

ব্যক্তিত্ব

সাদি মহম্মদের রবিরাগ বেঁচে থাক
সাদি মহম্মদের রবিরাগ বেঁচে থাক

শান্তিনিকেতন থেকে গান শিখে দেশে এসে সাদি মহম্মদ সরকারি সংগীত মহাবিদ্যালয়ে প্রভাষক হিসাবে কাজে যোগ দেন। পাশাপাশি বাসায় ছাত্র ছাত্রীদের গান শেখাতেন। ১৯৮৭ সালে (যতদূর মনে পড়ে) তাঁরই কিছু প্রিয় ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে তোলেন রবীন্দ্র সংগীত ভিত্তিক গানের দল- রবিরাগ। সে সময়ে রবিরাগ খুব মানসম্পন্ন, জমকালো অনুষ্ঠান করত। সব পত্রিকায় সেসব অনুষ্ঠানের ছবি সহ সংবাদ ছাপা হ’ত গুরুত্বের সাথে। রবিরাগের সদস্যরা ছিলেন যেন একেকজন তারকা! আমি ৮৯ এর কোন একসময়ে রবিরাগে যুক্ত হই। সে সময়েই আসলে আমি অনেক গুণী মানুষের নিকট সান্নিধ্য লাভ করার সুযোগ পাই। ভালো গান গাইবার সুবাদে সবাই ভালবাসতেন, স্নেহ করতেন।

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১৭:৩৬