বইমেলায় কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’
রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলে কি তাই ? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর পরতে পরতে। আর এই মজার হাটে যে যেমন খরিদদার সে সেটুকুই কেনেন। কেউ স্রেফ হাসেন, কেউ হাসতে হাসতে ভাবেন। কেউ আবার খুঁজে পান অমূল্য কিছু।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১