জুলাই মহাকাব্য

ফাইল ছবি
জুলাই মহাকাব্যের
আবু সাঈদের প্রসারিত দুই হাত-
উত্তাল সাগরের ঢেউ যেন,
আছড়ে পড়ে হঠাৎ
হাসিনা-শাহীর হেরেমের শ্বাসরুদ্ধ দেয়ালে।
হাজার বুলেটের মুখেও
অটল দাঁড়িয়ে ছিলেন ওয়াসিম,
দৃঢ়, নিঃশব্দ এক পর্বত-
যার বুকে লেখা ছিল,
'আমি নইলে কে?'
তার রক্তে শুদ্ধ হয়েছি,
তার সাহসে উতরেছি
দেড় যুগের পৈশাচিক-দমবন্ধ অন্ধকার।
পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া
জনির বুকের পাশে,
কান্নাভেজা কণ্ঠে একটি প্রশ্ন
আজো বাজে বাতাসে-
'একটা মানুষের বুকে কয়টা গুলি
চালানো লাগে, বলুন?'
জনি, ওয়াসিম, মুগ্ধ,
আবু সাঈদ, ফাইয়াজ-
তারা যেন গ্রিক পুরাণের ইকারুস,
জানত, সূর্যের কাছে গেলে পুড়বে ডানা,
তবু তারা উড়েছিল...
কারণ তারা জানত-
জ্বলেই আলো ছড়াতে হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: