টাঙ্গাইলে কবি সন্মেলন অনুষ্ঠিত

‘সম্প্রীতি ও মানবতার জন্য কবিতা’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সম্মেলন। শনিবার (২১ অক্টোবর) সকালে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ আয়োজনে শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠনের শুরুতে ফিলিস্তিনির উপর বর্বরচিত নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, কামরুল বাহার আরিফ প্রমুখ।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক কবি অংশ নেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: