আরজে রিজনের নতুন বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’
বই ‘ফিতা ছেড়া স্যান্ডেল’
অভিনয়, লেখালেখি, রেডিও জকি- সব জায়গাতে সমানতালে কাজ করছেন রিজন আহমেদ। অভিনয়ের পাশাপাশি তার ভালোলাগার জায়গা লেখালেখি করা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার পাঁচটি বই- চতুরদলা,নিশব্দের গল্প,শ্যাওলা প্রচীর,কালিমাখা কিছু প্রজাপতি, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারকে নিয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ 'মেঘমিলন।'। এবছর তার নতুন বই 'ফিতা ছেড়া স্যান্ডেল '।
লেখকের এই বইটি ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলছে। বইটি সম্পর্কে রিজন আহমেদ বলেন, এটি আমার ষষ্ঠ সমকালীন গল্পগ্রন্থ। মানুষের জীবনের হাসি কান্না দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে এই বইটি। এই বইটিতে চেষ্টা করেছি আমার জীবনের কিছু বাস্তব ঘটনাও গল্পে গল্পে তুলে ধরতে। গল্প কেমন বলতে পেরেছি জানি না। কিন্তু পাঠক বইটিকে খুব ভালবাসা দিয়ে গ্রহণ করে নিচ্ছে।
দুয়ার প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে 'ফিতা ছেড়া স্যান্ডেল'। অনলাইন প্লাটফর্মসহ মেলায় ৩৫৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বিভি/জোহা
মন্তব্য করুন: