• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বইমেলায় আসিফ মরতবা’র কাব্যগ্রন্থ ‘জাতীয় বীর আবু সাঈদ’

প্রকাশিত: ২০:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বইমেলায় আসিফ মরতবা’র কাব্যগ্রন্থ ‘জাতীয় বীর আবু সাঈদ’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে বিশ্বের প্রথম ঐতিহাসিক নামের টটোগ্রাম গ্রন্থ। ভিন্নধর্মী কাব্যগ্রন্থটির নাম ‘জাতীয় বীর আবু সাঈদ’। লিখেছেন টটোগ্রামিষ্ট মুহাম্মাদ আসিফ মরতবা। ৩২ পৃষ্ঠার বইটিতে থাকা ২৪টি কবিতা একই বর্ণের শব্দ দিয়ে লেখা হয়েছে যা সাহিত্যের ইতিহাসে বিরল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে বইটি বইমেলার বইঘরের (সোহরাওয়ার্দী উদ্যানে ৫৩৫-৫৩৬ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে। বইটি প্রচ্ছদ করেছেন শাকির এহসানুল্লাহ। বিক্রয় মূল্য ১০০ টাকা মাত্র। এটি লেখকের পঞ্চম কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করছে বর্ণসাজ প্রকাশনী। রক্তে রাঙা ’চব্বিশের বিপ্লবের সঙ্গে মিল রেখে ২৪ জন শহীদের নামের বর্ণ ও ধ্বনি ব্যবহার করে লেখা হয়েছে ভিন্নধর্মী নামের টটোগ্রাম গ্রন্থ ‘মেধা শহীদ জাতীয় বীর আবু সাঈদ’।

একই বর্ণের শব্দ দিয়ে লেখা এ ধরনের সাহিত্যকে ইংরেজিতে বলা হয় alliteration। আর বাংলায় বলা হয় টটোগ্রাম বা অনুপ্রাস। টটোগ্রাম হলো এমন সাহিত্যকর্ম যার প্রতিটি শব্দ একই বর্ণ বা ধ্বনি দ্বারা শুরু হয়। যেমন - ‘মীর মুগ্ধের মুগ্ধতায় মোরা মুগ্ধ’ চরণটির প্রতিটি শব্দ ‘ম’ বর্ণ দ্বারা শুরু হয়েছে। আর কোনো নামে ব্যবহৃত প্রতিটি বর্ণ বা ধ্বনি মিলিয়ে এ ধরনের সাহিত্য রচনাকে নামের টটোগ্রাম বলে।

যেমন : ‘আবু সাঈদ’ নামের টটোগ্রাম হলো -

ত্মত্যাগের আন্দোলনে আবার আলো আনতে

বুকে বারবার বর্বর বিষাক্ত বুলেট বিঁধলো

সামরিক সাইমুমের সম্মুখে সাহসিকতার সঙ্গে

শ্বরের ঈগল

রিয়াসম দিগ্বিজয়ী দীপ্তোজ্জ্বল দিল দিলো।

‘আবু সাঈদ' কবিতাটির প্রতিটি চরণের প্রথম বর্ণ মিলালে 'আবু সাঈদ' নামটি পাওয়া যাবে। আবার কবিতাটির প্রতিটি চরণের শুরুর বর্ণ দ্বারা ওই চরণের বাকি শব্দগুলো শুরু করা হয়েছে। যেমন - এখানে প্রথম চরণের প্রতিটি শব্দ ‘আ’ দিয়ে শুরু হয়েছে আবার দ্বিতীয় চরণের প্রতিটি শব্দ ‘ব’ দিয়ে শুরু হয়েছে।

লেখক বলেন, প্রতিটি শহীদের মায়ের আহাজারি, বাবার আর্তনাদ, বোনের আর্তচিৎকার, ভাইয়ের আফসোস, সন্তানের অপেক্ষা কবি মনকে সমস্বরে কাঁদায়। ‘জাতীয় বীর আবু সাঈদ’ বইটিতে জুলাই বিপ্লবের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগকে ফুটিয়ে তোলার আন্তরিক চেষ্টা করেছি। বিশ্বসাহিত্যের ইতিহাসে ইতোপূর্বে আর কেউ নামের টটোগ্রাম গ্রন্থ লিখেছে বলে আমার জানা নেই।

বাংলা সাহিত্যে নামের টটোগ্রামের পথিকৃৎ মুহাম্মাদ আসিফ মরতবা মূলত টটোগ্রাম লেখার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন। বরেণ্য সাংবাদিক ড. আবদুল হাই সিদ্দিককে বইটি উৎসর্গ করেছেন আসিফ মরতবা।

উল্লেখ্য যে, লেখক আসিফ মরতবা সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। কাজ করছেন দৈনিক কালবেলা নামক একটি পত্রিকার অনলাইন বিভাগে সহ-সম্পাদক হিসেবে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2