• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও রকমারির বেস্টসেলার অ‍্যাওয়ার্ড তালিকায় মিরাজ রহমান

প্রকাশিত: ১৮:০৬, ১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আবারও রকমারির বেস্টসেলার অ‍্যাওয়ার্ড তালিকায় মিরাজ রহমান

বই বিক্রির অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকমের বেস্ট সেলার অ্যাওয়ার্ড তালিকায় আবারও নাম উঠেছে মো. মিরাজ রহমানের। তাঁর নতুন বই উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] ধর্মীয় ক্যাটাগরির অল বিবেচনায় ৫ নম্বর এবং লেখক হিসেবে ৪ নম্বর মনোনীত হয়েছে।

লেখক নিজের ফেসবুকে একটি পোস্ট করে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহতায়লার অনুগ্রহ এবং পাঠকের ভালোবাসায় রকমারি.কম অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫ লিডারবোর্ডে আমার রচিত নতুন বই উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] ধর্মীয় ক্যাটাগরির অল বিবেচনায় ৫ নম্বর এবং লেখক হিসেবে আমি ৪ নম্বর মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। 

ওই পোস্টের শেষে আল্লামা শেখ সাদী (রহ.)-এর ভাষায় তিনি লিখেছেন, “এ সৌভাগ্য বাহুবলে অর্জিত কোনো ধন নয়; নয় কোনো মেধাযোগ‍্যতার ফসল ॥ আল্লাহতায়ালার একমাত্র অনুগ্রহ ছাড়া এ মনোনয়ন ভিন্ন কিছু নয়।”

বিভি/এজেড

মন্তব্য করুন: