আবারও রকমারির বেস্টসেলার অ্যাওয়ার্ড তালিকায় মিরাজ রহমান

বই বিক্রির অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকমের বেস্ট সেলার অ্যাওয়ার্ড তালিকায় আবারও নাম উঠেছে মো. মিরাজ রহমানের। তাঁর নতুন বই উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] ধর্মীয় ক্যাটাগরির অল বিবেচনায় ৫ নম্বর এবং লেখক হিসেবে ৪ নম্বর মনোনীত হয়েছে।
লেখক নিজের ফেসবুকে একটি পোস্ট করে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহতায়লার অনুগ্রহ এবং পাঠকের ভালোবাসায় রকমারি.কম অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫ লিডারবোর্ডে আমার রচিত নতুন বই উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] ধর্মীয় ক্যাটাগরির অল বিবেচনায় ৫ নম্বর এবং লেখক হিসেবে আমি ৪ নম্বর মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
ওই পোস্টের শেষে আল্লামা শেখ সাদী (রহ.)-এর ভাষায় তিনি লিখেছেন, “এ সৌভাগ্য বাহুবলে অর্জিত কোনো ধন নয়; নয় কোনো মেধাযোগ্যতার ফসল ॥ আল্লাহতায়ালার একমাত্র অনুগ্রহ ছাড়া এ মনোনয়ন ভিন্ন কিছু নয়।”
বিভি/এজেড
মন্তব্য করুন: