বর্ণিল আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রে বর্ষবরণ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ অংশগ্রহণকারীদের জন্য বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুড়লি পরিবেশন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) বিকালে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যবৃন্দের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সঙ্গীত।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।
বিভি/এআই
মন্তব্য করুন: