রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে ‘অপেক্ষার পাথর প্রতিমা’র মঞ্চায়ন
অনুষ্ঠিত হল বাংলা সাহিত্যের প্রথাবিরোধী কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে উত্তরের জানালায়- এর আয়োজন- ‘অপেক্ষার পাথর প্রতিমা’র মঞ্চায়ন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল পাঁচটায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন সংগঠনের শিল্পী সামিরা সামাদ ও সুমন হক। গ্রন্থনাটির ধারাবর্ণনা করেছেন রোদ ও আবহ সংগীতে রাফিদ নাহিয়ান।

আলোচনায় অংশ নেন আবৃত্তিকার ও প্রশিক্ষক ভাস্বর বন্দোপাধ্যায়। অতিথিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশনা করেন আবৃত্তিশিল্পী রিয়াজ রনি, আল আমীন নয়ন, আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সবুজ হক ও ফ্লোরা শুচি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: