• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রেকর্ড দামে বিক্রি হলো ফ্রিদা কাহলো’র শিল্পকর্ম

প্রকাশিত: ১৯:১১, ১৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:১১, ১৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
রেকর্ড দামে বিক্রি হলো ফ্রিদা কাহলো’র শিল্পকর্ম

নিউইয়র্কের সুথিবে নিলাম হাউসে রেকর্ড ৩৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে ম্যাক্সিকান শিল্পী ফ্রিদা কাহলো’র এক শিল্পকর্ম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা।

মঙ্গলবার সুথিবে নিলামে জানানো হয়, ‘নিলামে ওঠা কাহলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি এটি।’

এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো লাতিন আমেরিকান শিল্পকর্ম। এর আগের রেকর্ডটি ছিলো আরেক ম্যাক্সিকান শিল্পী দিয়েগো রিভেরা’র। যার সংগে কাহলো’র দশকব্যাপী টালমাটাল সম্পর্ক ছিলো।

এই চিত্রকর্মে দেখা যায়, কাহলো’র কান্নাপূর্ণ চোখ। কপালে রিভেরা’র প্রতিকৃতি। 

২০১৮ সালে রিভেরা’র শিল্পকর্মটি বিক্রি হয় ৯.৭ মিলিয়ন ডলারে। এবার সেই রেকর্ড ভেঙে দিলো কাহলো’র ‘দিয়েগো ই ইয়ো’। এই শিল্পকর্মটি তাঁর আত্ম-প্রতিকৃতির একটি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কাহলো’র শিল্পকর্মটির ক্রেতা এদুয়ার্দো এফ. কোসান্তিনি। আর্জেন্টিনায় এক জাদুঘরের প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯০ সালে সর্বশেষ নিলামে উঠেছিলো শিল্পকর্মটি। তখন তা বিক্রি হয়েছিল ১.৪ মিলিয়ন ডলারে।

২০ শতকের সেরা শিল্পীদের একজন কাহলো। আত্ম-প্রতিকৃতির জন্য খ্যাতি অর্জন করেন তিনি। আত্ম-প্রতিকৃতি ছাড়াও তাঁর শিল্পকর্মে উঠে এসেছে আদিবাসী ম্যাক্সিকানদের সংস্কৃতি।

কাহলো’র জন্ম ১৯০৭ সালে। মৃত্যু ১৯৫৪ সালে। 

বিভি/এসডি

মন্তব্য করুন: