• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

‘বৃহত্তর খুলনার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ২১ মে ২০২৩

ফন্ট সাইজ
‘বৃহত্তর খুলনার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাগেরহাটে ‘বৃহত্তর খুলনার ইতিহাস’ নামক মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ মে) বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়।

বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে। এক হাজার ৭‘শ টাকা মূল্যের এই বইয়ে বৃহত্তর খুলনার অনেক গুরুত্বপূর্ণ ইতহাস রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত