• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন দয়াল কুমার

প্রকাশিত: ২১:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন দয়াল কুমার

দয়াল কুমার বড়ুয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন দয়াল কুমার বড়ুয়া। এরই মধ্যে ওই আসনের অন্তর্ভূক্ত উত্তরা, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন।

ঢাকা-১৮ আসন রাজধানীর সবচাইতে বড় এরিয়া নিয়ে গঠিত। নতুন তিনটি ইউনিয়ন পরিষদ সিটির সঙ্গে যুক্ত হলেও তেমন শহুরে সুবিধা পায়নি এলাকার জনগণ। কিছু উন্নয়ন কাজ শুরু করা হলেও সম্পন্ন হয়নি এখনো। জলাবদ্ধতা এবং পয়ঃনিষ্কাশন, গ্যাসের সমস্যা  প্রকট। নানা সমস্যা নিয়ে দয়াল কুমার বড়ুয়া প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দিচ্ছেন সমাধানের কার্যকর উপায়ও।

দয়াল কুমার বড়ুয়া ১৯৭১ সালে ৬ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমসা গ্রামের বৌদ্ধ ধর্মের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। বাবা অমেন্দ্রলাল বড়ুয়া  সাতকানিয়ার লোহাগাড়ায় হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মা নীলাবতি বড়ুয়া। 

দয়াল কুমার বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে লন্ডন থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরে ব্যবসায়ী হিসেবে নিজেকে সমাজসেবার কাজে আত্মনিয়োগ করেন। দয়াল কুমার বড়ুয়া এফবিসিসিআই, জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নরসিংদী চেম্বার অব কমার্সের বিজনেস ফোরামে যুক্ত আছেন। তিনি দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসাবে বৌদ্ধ কমিউনিটির সফল সংগঠক হিসেবে কাজ করেছেন।

তার ভাষায়, একজনের যোগ্য নেতৃত্ব পারে এই শহরটিকে মডেল হিসেবে সাজাতে। নিজের নয়, মানুষের জন্য সবকিছু করার চিন্তা যাদের থাকবে তাদেরই দিতে হবে এলাকার নেতৃত্বে।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ঢাকা-১৮ আসনে নির্বাচন করতে চান তিনি। এলক্ষ্যে তিনি একাধিক মতবিনিময় সভা করেছেন সেক্টরবাসী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: