• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরলো ৩ প্রাণ

প্রকাশিত: ১২:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
দক্ষিণখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরলো ৩ প্রাণ

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মারা গেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।

আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিভি/টিটি

মন্তব্য করুন: