• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কারওয়ান বাজার স্থানান্তর প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ১৪:১১, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
কারওয়ান বাজার স্থানান্তর প্রক্রিয়া শুরু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো কাওরান বাজারের কাঁচাবাজার সরানোর প্রক্রিয়া।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়। এসময় সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ জানান, প্রাথমিকভাবে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয় ভবনের মালামাল মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হবে।

ঈদের পরে কয়েকটি আড়তসহ শতাধিক দোকান রাজধানীর গাবতলীতে স্থানান্তর করা হবে। পুরোপুরি বাজার গাবতলীতে স্থানান্তর করার পর 'বিজনেস হাব' নির্মাণ করা হবে বলে জানান তিনি। এই সিদ্ধান্তে স্থানীয়রা সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের।

বিভি/রিসি

মন্তব্য করুন: