• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেট্রোরেলের ঈদের ছুটি দুই দিন

প্রকাশিত: ২১:১৫, ৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মেট্রোরেলের ঈদের ছুটি দুই দিন

ছবি: ফাইল ফটো

ঈদে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল। এমনিতেই শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। আর ঈদের দিন (বৃহস্পতিবার সাপেক্ষে) মেট্রোরেল চালাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

পবিত্র রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে আগামী বুধবার। তবে রমজান ৩০ দিনে হলে ঈদ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার ৩০টি রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বৃহস্পতিবার ঈদ ধরেই অফিস–আদালত ছুটি ঘোষণা করেছে সরকার।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, সংস্থাটির নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল চালানো হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তাদের কর্মীর সংখ্যা কম। ফলে ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকালের আগে যাত্রীর চাহিদা খুবই সামান্য থাকার কথা। ফলে বর্তমান সূচি অনুযায়ী বিকেলের আগপর্যন্ত একশ’র বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝাও বাড়বে। ঈদের পরদিন শুক্রবার হলে জুমার আগপর্যন্ত মানুষ খুব একটা বের হবে না। ফলে রাস্তা ফাঁকা থাকবে। মেট্রোরেলে যাত্রীও পাওয়া যাবে না। তাই বিকালের কিছু যাত্রীর জন্য সাপ্তাহিক ছুটি বাদ দিতে চাইছে না কর্তৃপক্ষ।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেড। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল রাখবেন তারা। ফলে পরপর দুদিন মেট্রোরেল বন্ধ থাকার সম্ভাবনা আছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: