জানা গেল পরিচ্ছন্নতা কর্মীদের ধাওয়া খেয়ে পালানো ব্যক্তির পরিচয় (ভিডিও)

সম্প্রতি পরিচ্ছন্নতা কর্মীদের ধাওয়া খেয়ে এভাবেই পালাচ্ছিলেন এক ব্যক্তি। পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি। শারীরিকভাবে আঘাতের পর গায়ের পোশাক ছিঁড়ে লাঞ্চিত ও করা হয়েছে তাকে। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
গত বৃহস্পতিবার ৬ দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকতা র্মীরা। এ সময় ওই কর্মসূচীতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে- লাঞ্চিত হওয়া ওই ব্যক্তির নাম মো. তৌহিদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। পেশায় একজন সার্জিক্যাল ব্যবসায়ী।
এই ঘটনায় রবিবার সকালে ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন লাঞ্চিত মোহাম্মদ তৌহিদ। হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে করা মামলায় নগদ ৪৮ হাজার টাকা এবং ১৮শ’ টাকা মূল্যের একটি সিম্পনি মোবাইল চুরির অভিযোগও করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য মাউশির ৯ নির্দেশনা
তবে, পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ- কর্মসূচীর শুরু থেকেই তাদের কর্মসূচীতে বাধা দিতে কয়েকজন দুষ্কৃতকারী নানা ভাবেই অপচেষ্টা করেছিল। তাই ঘটনাচক্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, কর্মসূচীতে বাধা দেওয়ার ঘটনায় ওই ব্যক্তির সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের হাতাহাতির সময় পুলিশ উভয়পক্ষকে তাৎক্ষণিকভাবে নিবৃত করে সরিয়ে দিয়েছিল। তবে, পরে কোন সময় হামলার ঘটনা ঘটেছিল তা জানতে পারেনি পুলিশ।
ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া এন্ড পাবলিকরিলেশন্স) মো. ফারুক হোসেন জানান, এই ঘটনায় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ভুক্তভোগী এই ব্যক্তি কেন ওই কর্মসূচীতে বাধা দিতে গিয়েছিলেন সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র।
যে কোনো “নাগরিক প্রতিবাদ” কিংবা দাবী আদায়ের কর্মসূচীতে বাধা দেওয়া বেআইনি। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ পুলিশের এই কর্মকর্তা।
ভিডিওটি দেখতে এখনে ক্লিক করুন।
আরও পড়ুন: ঝড়ে ভেসে এলো জনশূন্য বিদেশি জাহাজ, রয়েছে কোটি টাকার সম্পদ
বিভি/এজেড
মন্তব্য করুন: