• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩ জনের অবস্থা গুরুতর, ঢাকা মেডিকেলে ভর্তি

প্রকাশিত: ১৯:২১, ২১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩ জনের অবস্থা গুরুতর, ঢাকা মেডিকেলে ভর্তি

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে বিএনপি'র বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধায় এক পর্যায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। সংঘর্ষে আহত ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।

জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০। একাধিক গুলিতে তার মুখের বড় বড় গর্ত হয়ে গেছে। রক্তে চেহারা চেনা যাচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।

আমির হোসেন নামে একজন পথচারী জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি বলেন, মোক্তারপুর ব্রিজের পাশে থাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। তখন তিনি শুধু নিজের নাম বলেছেন। এরপরে গুলি লেগেছে। এছাড়া আর কিছু বলতে পারেননি। এখন জাহাঙ্গীর কথা বলতে পারছেন না।

সন্ধ্যা ৬টার পর ঢাকা মেডিকেলে আনা হয়েছে ছাত্রদল কর্মী তারেক এবং যুবদল কর্মী শাওনকে। তাদের বয়স আনুমানিক ২০ বছর।

এরমধ্যে তারেক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। জানান, তাকে পুলিশ পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করেছে। তার অবস্থাও গুরুতর। তাকেও মোক্তারপুর ব্রিজের পাশে পাওয়া গেছে। অন্যদিকে যুবদল কর্মী মিশুক চালক শাওনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরেও গুলি লেগেছে।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2