• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার: মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ১৫:০৪, ৩১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার: মূল হোতা গ্রেফতার

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচারের হোতা উল্কা গেমসের সিইওসহ ৬ জন’কে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে। 

এর আগে রবিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি। 

র্যাব আরও জানায়, গেমস বানানোর অনুমতি নিয়ে সেসবের আড়ালে জুয়ার সাইট পরিচালনা করতো তারা। একজন ডিস্ট্রিবিউটর প্রতিদিন ৩০ লক্ষ টাকা ও মাসে তিন কোটি টাকার জুয়ার চিপস বিক্রি করতো। এমন ১৪ জন ডিস্ট্রিবিউটর ছিল প্রতিষ্ঠানটির। এসব অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: