• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১৮:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা মেঘনা উপজেলার চালিভাঙ্গায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত দশজন আহত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নের বাগ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)খন্দকার আশফাকুজ্জামান জানান, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান ও অপর আওয়ামীলীগ নেতা জেলা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংর্ঘষে অন্তত ১০জন আহত হয়।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হুমায়ূন গ্রুপের নিজাম সরকার নামের একজন নিহত হয়। নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা যায়। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত