• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে নকল সাবান উৎপাদনের কারখানায় অভিযান ও সিলগালা

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৮, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে নকল সাবান উৎপাদনের কারখানায় অভিযান ও সিলগালা

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ ডিসেম্বর) র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে কারখানা থেকে ডেটল, সলিড, লিফোর্ডসহ নামীদামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়। জব্দ করা হয় নকল সাবান তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম। জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয় তিনজনকে।  

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, মূলত এটি রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭।

তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো। জব্দকৃত নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2